ওয়ার্কিং পর্চা/ মাঠ পর্চা/ ডিপি খতিয়ান কাকে বলে
***প্রশ্নঃ ওয়ার্কিং পর্চা/ মাঠ পর্চা/ ডিপি খতিয়ান কাকে বলে?
***সমাধানঃ ইহা এমুন একটি খতিয়ান বা কাগজ যা রেকর্ড পরিচালনা কালিন সময় প্রতিটা জমির মালিকে প্রদান করা হয়। যাহাতে জমি মালিকের নাম,ঠকানা,সাবেক দাগ,হাল দাগ, জমির পরিমান,মালিক সংখ্যা, এবং কি সুত্রে উক্ত জমি রেকর্ডের অন্তরভূক্ত হলো তা এই পর্চা হতেই জানাযায়। অন্য ভাবে আমরা বলতে পারি, রেকর্ড চলাকালিন সময় সরকারি সারভেয়ার কর্তিক যে কাগজ সরবরাহ করা হয় তাকে ওয়ার্কিং পর্চা বলে।
ডিপি খতিয়ান হল একটি ধারণা যা ব্যবহার করা হয় আবাসিক এলাকার জমি মালিকানার তথ্য সংরক্ষণের জন্য। এই তথ্য সংরক্ষণ সিস্টেমে জমি মালিকানার নাম, জমির বর্ণনা, জমির আয়তন, জমির গ্রহণকৃত ভাড়ার পরিমান, উপকরণ সংক্রান্ত তথ্য ইত্যাদি থাকে।
ডিপি খতিয়ানে নিম্নলিখিত তথ্যগুলো থাকে:
- জমি মালিকের নাম এবং ঠিকানা।
- জমির বর্ণনা যা জমি মালিক দেওয়া হয়।
- জমির আয়তন ও সীমানা।
- জমির মালিকানার ধরন।
- জমি মালিকানার উপকরণের বিবরণ।
- জমি মালিকানার সীমানানুযায়ী জমি উপর কোন ধরনের বসতি নির্মাণ করা যাবে এবং করা যাবেনা।
- জমি মালিকানার সীমানানুযায়ী জমি উপর কোন ধরনের ফসল চাষ করা যাবে এবং করা যাবেনা।
এছাড়াও ডিপি খতিয়ানে আরও অনেক তথ্য থাকতে পারে, যেমন জমির মানি লেনদেন সংক্রান্ত তথ্য, সংশ্লিষ্ট পার্শ্ববর্তী জমি ও তাদের মালিকানার তথ্য ইত্যাদি।
Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url