***ভূমি কাকে বলে ও ভূমি বলতে কি বুঝি?
***ভূমি কাকে বলে ও ভূমি বলতে কি বুঝি?
*ভূমি কাকে বলে- এর আইনী সংজ্ঞা রয়েছে। The State Acquisition and Tenancy Act, 1950-এর ২(১৬)- ধারা মতে, “ভূমি বলতে আবাদি, অনাবাদি, অথবা বছরের যেকোন সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে প্রাপ্ত সুফল,ঘরবাড়ি বা দালান কোঠা বা মাটির সঙ্গে সংযুক্ত অন্যান্য দ্রব্য অথবা সভাবিকভাবে সংযুক্ত দ্রব্য এর অন্তর্ভুক্ত বুঝাবে।
*ভূমিকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমনঃ স্থল ভূমি, জলাভূমি, পাহাড়ি ভূমি,টিলাভূমি, সমতল ভূমি, বরেন্দ্রভূমি,বনভূমি,মরুভূমি ইত্যাদ
*সাধারণত পৃথিবীর উপরিভাগ কে ভূমি বলা হয়। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধু ভু-পৃষ্টকেই বুঝায় না, বরং প্রাকৃতিক সকল সম্পদকে বুঝায় অর্থাৎ মাটির উর্বরশক্তি, আবহওয়া, বৃষ্টিপাত, তাপ,জল, বাতাস ,সূর্যের আলো, খনিজ সম্পদ, খাল-বিল, নদ-নদী, সমুদ্র, প্রভৃতি যাবতীয় প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। এ সমস্ত কিছুই প্রকৃতির দান উৎপাদনের একটি আদি ও মৌলিক উপাদান।
***এ পর্যায়ে আমরা বিভিন্ন ভূমি সম্পর্কে অল্প কিছু ধারনা নিবঃ
• স্থল ভূমিঃ স্থল ভূমি হচ্ছে, যে ভূমি পানির উপরিভাগ অর্থাৎ আমরা বলতে পারি যে সকল ভূমি পানির থেকে উপরে তাহাই হচ্ছে স্থল ভূমি।
• জলাভূমিঃ জলাভূমি হচ্ছে জল মহল। আরো অন্যভাবে বলা যায়, বছরের কিছু সময় যে সকল ভূমি জলবদ্ধ অবস্থায় থাকে, আবার সারা বছর জলে পরিপূর্ণ থাকে, সে সকল ভূমিকেও আমরা জলাভূমি এর আওতায় নিয়ে আসতে পারি যেমন ধরুন খাল-বিল,পুকুর, নদ-নদী, সমুদ্র।
• পাহাড়ি ভুমিঃ পাহাড়ি ভুমি হচ্ছে যে সকল অঞ্চলে উচু উঁচু পাহাড় এর অবস্থান, সেই সকল ভুমিকেই আমরা পাহাড়ে ভূমি হিসেবে চিহ্নিত করে থাকি। আমাদের বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ,কক্সবাজার এর কিছু কিছু উপত্যকা পাহাড়ে ভূমির অন্তর্ভুক্ত ।
• টিলাভূমিঃ টিলাভূমি হচ্ছে সে সকল অঞ্চল, যে সকল অঞ্চলে কিছু উচু উঁচু জায়গা দেখা যায় কিন্তু তাহা পাহাড় হিসেবে গণ্য নয় তাহাকে আমরা টিলাভূমি হিসেবে বিবেচনা করতে পারি। যেমন আমরা আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলের কিছু কিছু এলাকায় এইভূমির অন্তরভূক্ত।
• সমতল ভূমিঃ সমতল ভূমি হিসেবে আমরা যে সকল ভুমি কে চিহ্নিত করতে পারি তা হচ্ছে যে সকল ভূমির মধ্যে কোন উঁচু নিচু জায়গা নেই একেবারে সমতল সে সকল ভূমিকে আমরা সমতল ভূমি বলেথাক।
• বরেন্দ্রভূমিঃ যে সকল ভূমি কিছু জায়গা সমতল কিছু জায়গা উচু-নিচু। উচু-নিচু এবং সমতল ভূমির সমন্বয়ে যে সকল অঞ্চল সীমাবদ্ধ তাকে আমরা বরেন্দ্রভূমি বলে থাকি। যেমন আমাদের বাংলাদেশের রাজশাহী অঞ্চলের কিছু কিছু এলাকার বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত।
• বনভূমিঃ যে সকল ভূমি বন এর অন্তর্ভুক্ত বা গভীর জঙ্গল এর অন্তর্ভুক্ত সে সকল অঞ্চল বা স্থানকে আমরা বনভূমি হিসেবে জেনে থাকি। যেমন আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ বনভূমি হচ্ছে সুন্দরবন।
• মরুভূমিঃ মরুভূমি হচ্ছে সে সকল ভূমি যা দীর্ঘ জায়গা জুড়ে কোন কিছু আবাদ শাসন হয় না এবং বালুময় জায়গা তাকে আমরা মরুভূমি হিসেবে জেনে থাকি।
Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url