একটি দলিলে কি কি থাকে এর বিস্তারিত বিবরণ
***প্রশ্নঃ একটি দলিলে কি কি থাকে এর বিস্তারিত বিবরণ !!!
***সমাধানঃ একটি দলিলের যা যা থাকা দরকার তার নিচে পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
১) দলিলের উপর অংশে দলিল নম্বর।
২) যে রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হবে তার নাম।
৩) দলিলের সার-সংক্ষেপ।
৪) দলিলের গ্রহীতার নাম ও ঠিকানা।
৫) দলিলে দাতার নামও ঠিকানা।
৬) ক্ষমতাপ্রাপ্ত অ্যটর্নি/প্রতিনিধি/অভিভাবক এর মাধ্যমে দলিল সম্পাদিত হইলে তাহার নাম ঠিকানা ও বিবরণ।
৭) পাওয়ার অব অ্যাটর্নির বিবরণ।
৮) হস্তান্তরিত সম্পত্তির ন্যূনতম ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ।
৯) একাধিক গ্রহীতার ক্ষেত্রে জমির মালিকানার বিবরণ।
১০) একাধিক দাতার ক্ষেত্রে বিকৃত জমির হস্তান্তরের মালিকানার বিবরণ।
১১) দলিল সম্পাদনের তারিখ।
১২) সম্পত্তির তফসিল।
১৩) সম্পত্তির চৌহর্দির বিবরণ।
১৪) হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ।
১৫) হস্তান্তরিত সম্পত্তির মূল্য পরিষদের বিবরণ।
১৬) হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা।
১৭) কৈফিয়ত (যদি থাকে)।
১৮) দলিল পাঠ।
১৯) সাক্ষী/সাক্ষী গণের নাম ঠিকানা ও স্বাক্ষর।
২০) সনাক্তকারীর নাম ঠিকানা ও স্বাক্ষর।
২১) হলফ-নামা।
***একটি দলিল রেজিস্ট্রি করার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন নিচে তা দেওয়া হলঃ
১) প্রথমত ভূমি উন্নয়ন কর এর হাল রশিদ।
২) রেকর্ডীয় খতিয়ানের কপি।
৩) ভোটার আইডি কার্ডের মূল কপি।
৪) যদি দলিল থেকে থাকে তাহলে দলিল প্রয়োজন বোধে পিঠ দলিল লাগতে পারে।
৫) নামজারি/মিউটেশন বা খারিজ খতিয়ান।
৬) ওয়ারিশান সম্পত্তি হলে ওয়ারিশান সনদপত্রের কপি।
৭) নাম একেক জায়গায় একেক রকম থাকলে ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র এবং প্রত্যয়ন পত্র।
৮) জমিটি যদি কোন আদিবাসীর হয়ে থাকে তাহলে জেলা পরিষদ কর্তৃক অনুমতি পত্র।
৯) মামলার কৃত সম্পত্তি হলে মামলার রায়ের কপি।
১০) এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র।
***যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭৪৪-৭২৬৫৩১ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যেকোনো জায়গায় নক করতে পারেন।
Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url