OrdinaryITPostAd

স্ক্রিনশটস টেকনিক ও কপিরাইটিং বিশ্লেষণ সম্পর্কে ধারণা

আসসালামু আলাইকুম! সু-প্রিয় পাঠক বৃন্দ, আশা করছি সুস্থ থেকে নিজ কাজে ব্যস্ত রয়েছেন। এরই ফাকে আপনি স্কিনশট টেকনিক, গ্রামার্টিকেল চেকার, কপিরাইটিং বিশ্লেষণ বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন। আজ আমরা উক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য আপনাকে আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিতে হবে, তাহলে উক্ত বিষয় একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।
স্ক্রিনশটস টেকনিক

Screenshot, গ্রামাটিকাল চেক, এবং কপিরাইটিং বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ, আর্টিকেল লেখালেখি করার জন্য এবং টিউটোরিয়াল তৈরির করার ক্ষেত্রে। উক্ত বিষয়গুলো আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যাতে করে আপনার আর্টিকেলটি এবং টিউটোরিয়ালটি একটি সুন্দর লুক তৈরি হয়।

ভূমিকা

একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে এবং টিউটোরিয়াল তৈরির ক্ষেত্রে screenshot, গ্রামাটিক্যাল চেক, কপিরাইটিং বিশ্লেষণ, বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর লোক দেওয়ার জন্য, বা আপনার আর্টিকেলটিতে কোন শব্দগত ভুল থাকলে তা সমাধান করার জন্য বিষয়গুলো আপনাকে অনেক সহজে সাহায্য করতে পারে।

স্ক্রিনশটস টেকনিকস

প্রিয় পাঠক আপনি নিশ্চয় জেনে থাকবেন, অনেক পোস্ট বা আর্টিকেল লেখালেখি করার সময় অডিয়েন্সদেরকে বোঝানোর সাপেক্ষে বেশ কিছু পিকচার বা ছবি দ্বারা বুঝাতে হয়। আর এজন্য প্রয়োজন পড়ে কিছু ছবির সেজন্য অনেক সময় আমরা শর্টকাট হিসেবে স্ক্রিনশট এর ব্যবহার করে থাকি। আসলে স্ক্রিনশট ব্যবহার করার বেশ কিছু কারণ রয়েছে।

আমরা যদি পারফেক্টলি স্ক্রিনশট নিয়ে উপস্থাপন করতে পারি তাহলে বিষয়টি অনেক পছন্দনীয় হয়ে থাকে। এজন্য আমরা বোঝানোর ক্ষেত্রে দুইটি স্ক্রিনশট এর ব্যবহার করব যা নিচে দেওয়া হলঃ
স্ক্রিনশটস টেকনিক

স্ক্রিনশটস টেকনিক
উপরে আমরা দুইটি স্ক্রিনশট ব্যবহার করেছি যা একটিতে প্রোপারলি ইন্ডিকেট করে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা যা বোঝাতে চেয়েছি, অপরটিতে একই জিনিস বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সেটিতে কোন ইন্ডিকেট করানো হয়নি। তবে যেটিতে ইন্ডিকেট করা হয়েছে সেটি স্পষ্ট এবং গোছানো। দেখতেও অনেক সুন্দর।

এ থেকে আমরা বুঝতে পারি যে, শুধু স্ক্রিনশট ব্যবহার করলেই হবে না। স্ক্রিনশট প্রোপারলি ব্যবহার করতে হলে তা ব্যবহারের টেকনিক জেনে নিতে হবে যাতে করে আমার উপস্থাপনকৃত স্ক্রিনশটটি আমার অডিয়েন্স বা পাঠক বিন্দু স্পষ্ট হবে বুঝতে সক্ষম হয়। এমন কোন হয-বর-ল স্ক্রিনশট ব্যবহার করা যাবে না যা অডিয়েন্স বা পাঠক বিন্দুদের বুঝতে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।

এজন্য আমরা যে ডিভাইসটি ব্যবহার করব সেই ডিভাইসে দেওয়া স্ক্রিনশটটি ব্যবহার করতে পারি, অথবা আলাদা করে স্ক্রিনশট অ্যাপ ব্যবহার করতে পারি যাতে করে একটি উপযুক্ত মনের স্ক্রিনশট ব্যবহার করা যায়। তবে সব সময় মনে রাখতে হবে, যে স্ক্রিনশটটি ব্যবহার করব তা যেন গোছানো ও পরিপাটি হয়।

গ্রামাটিক্যাল এরর চেকার

আমরা যে আর্টিকেল বা পোস্ট লিখে থাকি তাতে অনেক সময় বানান বা ওয়ার্ড এর ভুল লেখা হয়ে যায়। এজন্য যতটা সম্ভব বানান ভুল শুদ্ধ করে লিখতে হবে। এজন্য আমরা ব্যবহার করতে পারি গ্রামাটিক্যাল এরর চেকার। এর ফল আমাদের কোন বানান লিখতে যদি ভুল হয়ে থাকে তাহলে যতটা সম্ভব তা সংশোধন করে নেওয়া যায়।

মনে করুন আপনি লিখছেন একটি বাক্য, ”আমরা সদেস্যগিণ সকল সময় একসাথে থাকব” এখানে আমার সদস্যগণ বানানটি ভুল হচ্ছে তাহলে আমরা এটি কিভাবে চেক করব? এক্ষেত্রে আমরা গ্রামাটিক্যাল এরর চেকার এর সাহায্য নিয়ে উক্ত বাক্যটি সংশোধন করে নেব। আর এই গ্রামাটিক্যাল এরর চেকার ব্যবহারের ফলে আপনার আমার লেখাটি ভুলের হাত থেকে রক্ষা পাবে।

কপিরাইটিং বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক বিন্দু এখন আমরা যে বিষয়টি আলোচনা করব এটি আপনাদের সকলেরই জানা বিষয়। তবে গতানুগতিকভাবে আমরা যা বুঝি কপিরাইট সম্পর্কে তা হচ্ছে, কোন স্বত্বাধিকারী বা মালিকের কোন কিছু তার অগোচরে বা গোপনে চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া এটা কি মূলত কপিরাইট মনে করে থাকি বা জেনে থাকি।

আরো যেটি জেনে থাকি সেটি হচ্ছে, কোন কিছু কপি করে অন্যত্রে তা পেস্ট করা। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি আমাদের এই আর্টিকেল্ট হতে কারো যদি কোন বিষয়টি ভালো লেগে থাকে তাহলে সেটি ক্রপ করে কপি-কাট করে তার পছন্দনীয় জায়গায় তা উপস্থাপন করা টিকেই আমরা মূলত কপি পেস্ট বা কপিরাইট হিসেবে জেনে থাকি।

প্রিয় পাঠক বিন্দু, আজ কিন্তু আমরা যেটি জানবো কপিরাইট সম্পর্কে সেটি হচ্ছে উপরের আলোচনার বিষয়গুলোর বাইরে। বা আমরা যে গতানুগতিক নিয়মে কপিরাইট সম্পর্কে জেনে থাকি সেই সকল বিষয়গুলোর বাইরে আমরা আপনাকে একটি ধারণা দিব কপিরাইট সম্পর্কে ইনশাল্লাহ।

কপিরাইটিং বিশ্লেষণ সম্পর্কে আমরা আপনাদেরকে এখন যে ধারণাটি দিব তা মূলত তিনটি ধাপে বিভক্ত-
ক) এটেনশন- এটি এমন একটি বিষয় যা পাঠক বিন্দু বা দর্শক-শতাকে তার দিকে আকৃষ্ট করে অর্থাৎ উপস্থাপকের দিকে অডিয়েন্সদেরকে আকৃষ্ট করার পন্থায় হচ্ছে এটেনশন। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে যায়ঃ এই মুহূর্তে আপনি যে পোস্টটি করছেন তার প্রথমে আমরা কিছু বিষয়ে আপনাকে জানাতে চেয়েছিলাম তার মধ্যে একটি ছিল কপিরাইটিং বিশ্লেষণ! এটি ছিল আমাদের এটেনশন।

খ) প্রমিস- উপস্থাপক তার অডিয়েন্সদেরকে যে কথা বা অঙ্গভঙ্গির মাধ্যমে আকৃষ্ট করে তার বাস্তবিক প্রমাণ টাই হচ্ছে প্রমিস। অর্থাৎ উপস্থাপক যে বিষয় নিয়ে তার দর্শক শ্রোতাকে তার দিকে মনোযোগ সৃষ্টি করে তার বাস্তব প্রতিফলন টাই হচ্ছে মূলত প্রমিস।

চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে যায়ঃ আমরা যে কপিরাইটিং বিশ্লেষণের মাধ্যমে আপনার মনোযোগ আমাদের এই পোস্টটিতে নিয়ে এসেছিলাম তা আমরা এই পোস্টটিতে এই পেরার মাধ্যমে উপস্থাপন করেছি এটি হচ্ছে প্রমিস।

গ) কল টু একশন- উপস্থাপকের এটেনশন এবং প্রমিসের উপর ভিত্তি করে দর্শক শ্রোতা বা অডিয়েন্স যে প্রতিফলিত ফলাফলের নমুনা পাওয়া যায় যার ভিত্তিতে উপস্থাপক তার কার্যসম্পাদন করে মূলত এটাকে কল টু অ্যাকশন হিসাবে ধরা হয়।

একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ঃ আমাদের এই পোস্টটি পড়ে যদি আপনি আমাদের এই আর্টিকেলটিতে লাইক বা কমেন্ট করেন অথবা শেয়ার করেন এর ফলশ্রুতিতে আমরা যে পতি উত্তর ব্যক্ত করব তাহাই মূলত কল টু অ্যাকশন।

Plagiarism কি? কেন করবেন না

প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা উপরোক্ত টাইটেল বিষয়ে আলোচনা করব- বিষয়টি হলো কোন একজন ব্যক্তি আপনার লেখা আর্টিকেল বা পোস্ট হতে সম্পূর্ণটি বা একটি প্যারা বা একটি লাইন বা কিছু অংশ কপি-কাট-পেস্ট করে তার নিজের ওয়েবসাইটে পাবলিস্ট করল কিন্তু আপনাকে কোন ক্রেডিট দিল না।

বরং সে তার নিজের নামে চালিয়ে দিল এটি মূলত Plagiarism. তবে আপনি উক্ত ব্যক্তির বিরুদ্ধে কপিরাইট মামলা করতে পারেন বা লিগেল একশন নিতে পারেন। এজন্য আমরা মূলত অন্য কারো ওয়েবসাইট হতে নিজের ওয়েবসাইটে কপি-কাট-পেস্ট করা হতে সব সময় বিরত থাকবো।

উপসংহার

আশা করছি আপনি উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। স্ক্রিনশট নেওয়ার টেকনিক থাকা জরুরী সাথে সাথে কপিরাইটিং বিশ্লেষণ বিষয়টিও আপনার ওপর ধারণা থাকা উচিত ছিল এজন্য আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

লেখকের কথা

আশা করছি আপনার ওয়েবসাইটটি সুস্থ রাখার জন্য অন্য কারো ওয়েবসাইট হতে কোন কিছু কপি করবেন না এতে করে যার ওয়েবসাইটটি হতে নিবেন তার যতটুকু ক্ষতি করবেন তার চাইতে বেশি ক্ষতি নিজেরাই করবেন।

প্রিয় পাঠক বৃন্দ পরিশেষে বলে যেতে চাই, আমাদের এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত দের মাঝে শেয়ার করে দিন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক!
ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url