OrdinaryITPostAd

জমি খারিজ করতে কি কি প্রয়োজন

আসসালামু আলাইকুম সু-প্রিয় পাঠক বৃন্দ! আপনি নিশ্চয়ই জমির খারিজ করার বিষয়ে জানতে আগ্রহী। আজকে আমরা জমির খারিজ করতে কি কি কাগজপত্রের প্রয়োজন এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমার মনে হয় আপনার এই পোস্টটি শেষ অব্দি মনোযোগ সহকারে পড়া প্রয়োজন, তাহলে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।
জমি খারিজ করতে কি কি প্রয়োজন
আমাদের সকলের জমি/ভূমি এমুন একটি সম্পদ যা স্থায়ী । তরল সম্পদ বলতে যা বুঝাই জমি /ভূমি কিন্তু তা নয়। জমি প্রতিটি মানুষের জন্য একটি সেনসিটিভ বিষয় এই জমি বা ভূমির কারনে অনেক সময় মানুষ অপর মানুষের বড় ধরনের ক্ষতি করে বসে। কিন্তু একটু সতর্ক থাকলেই অনেক সময় অনেক বিপদ -আপদ বা ক্ষতি হতে পরিত্রান পাওয়া সম্ভব।

ভুমিকা

জায়গা জমি একটি গুরুত্বপূর্ণ সম্পদ, আপনার অবহেলা বা দুর্বলতা কিংবা ব্যর্থতা এর জন্য হতে পারে বড় ধরনের ক্ষতি। তবে একটু সজাগ থাকলেই ভূমি সংক্রান্ত বিভিন্ন ঝুট-ঝামেলা হতে পরিত্রাণ পাওয়া যায়। জমি কি এ বিষয়ে অনেকেরই ধারণা থাকে না, তবে সেটি আপনাকে জেনে নিতে হবে একান্তই আপনার ইচ্ছা শক্তির বলে। তাহলে চলুন আমরা এ বিষয়ে জেনে আসি।

”নিজ ভূমি/জমি সংক্রন্ত সকল কাগজপত্র আপটেড রাখি, ঝামেলা মুক্ত সম্পদ সংরক্ষন করি”
***প্রিয়ো পাঠক সর্বপ্রথম আমরা জেনেনিই, জমি আসলে কি?

জমি/ভূমি

জমি/ভূমি এমন একটি স্থায়ী সম্পদ যা আমাদের সকলেরি খুব প্রয়োজনিও বস্তু। যাহার মাধ্যমে আমরা আমাদের অনেক প্রয়োজনিও চাহিদা পুরন করতে সক্ষম হয়। ভূমি একটি স্থায়ী সম্পদ। *ভূমিকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমনঃ স্থল ভূমি, জলাভূমি, পাহাড়ি ভূমি,টিলাভূমি, সমতল ভূমি, বরেন্দ্রভূমি,বনভূমি,মরুভূমি ইত্যাদ
 
*সাধারণত পৃথিবীর উপরিভাগ কে ভূমি বলা হয়। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধু ভু-পৃষ্টকেই বুঝায় না, বরং প্রাকৃতিক সকল সম্পদকে বুঝায় অর্থাৎ মাটির উর্বরশক্তি, আবহওয়া, বৃষ্টিপাত, তাপ,জল, বাতাস ,সূর্যের আলো, খনিজ সম্পদ, খাল-বিল, নদ-নদী, সমুদ্র, প্রভৃতি যাবতীয় প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। এ সমস্ত কিছুই প্রকৃতির দান উৎপাদনের একটি আদি ও মৌলিক উপাদান।
*ভূমি কাকে বলে- এর আইনী সংজ্ঞা রয়েছে। The State Acquisition and Tenancy Act, 1950-এর ২(১৬)- ধারা মতে, “ভূমি বলতে আবাদি, অনাবাদি, অথবা বছরের যেকোন সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে প্রাপ্ত সুফল,ঘরবাড়ি বা দালান কোঠা বা মাটির সঙ্গে সংযুক্ত অন্যান্য দ্রব্য অথবা সভাবিকভাবে সংযুক্ত দ্রব্য এর অন্তর্ভুক্ত বুঝাবে।

***এখন আমরা জানবো নামিজারি/খারিজ/মিউটেশন আসলে কি????

নামিজারি/খারিজ/মিউটেশন

**এটি এমুন একটি প্রক্রয়া যার মাধ্যমে সরকার ভূমি-মন্তনালয় এর অধিনে ভূমি অফিস সকল জমির ভূমি উন্নয়ন কর আদায় করে থাকে। শুধু মাত্র ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য নামজারি/খারিজ হয়ে থাকেনা বরং এটির মধ্যমে একটি প্রজার মালিকানাসত্বও প্রমান করে। এ জন্য একেটি ভূমি মালিকের নামজারি/খারিজ/মিউটেশন থাকা অত্যান্ত গুরুত্ব সহকারে দেখা দরকার। এবং এর জন্য প্রয়োজনিও ব্যাবস্থা গ্রহন করা দরকার।

এক জন ভূমিমালিকের কি কি কাগজ পত্র থাকা প্রয়োজন ভূমির মালিকানা প্রমান করার জন্য???

মালিকানা প্রমানের কাগজপত্র

  • (ক) রেকডিও খতিয়ান।
  • (খ) রেজিষ্ট্রেীকৃত দলিল।
  • (গ) নামজারি খতিয়ান।
  • (ঘ) ওয়ারিশান সনদ পত্র।
  • (ঙ) ভূমি উন্নয়ন করের দাখিলা।
  • (চ) মৌজা ম্যাপ বা নক্সা। (অপসোনাল)
  • (ছ) আদিবাসি বা নাবলকের সম্পদ হলে জেলা-প্রশাসকের অনুমতি পত্র।
প্রথমিক ভাবে কোন ব্যাক্তির কাছে উপরুক্ত এই সকল দলিল থাকলেই আমরা তাকে উক্ত জমির মালিক হিসাবে ধরেনিতে পারি/বিবেচনা করতে পারি।

বিভিন্ন প্রকার খতিয়ান ও দলিল

***রেকডিও খতিয়ান কাকে বলে- ঐ সকল খতিয়ান কে রেকডিও খতিয়ান বলে, যাহা কোন দেশের সরকারি সিদ্ধান্ত মোতাবেক কোন জরিপ পরিচালনার পর উক্ত দেশের সাধারন জনগন বা সাধারন ভূমির মালিক গনকে জরিপ করার পর যে খতিয়ান প্রদান করা হয় তাহায় রেকডিও খতিয়ান। যেমুনঃ সি.এস,-এস.এ,-আর.এস,-বি.ডি.এস।
***নামজারি/মিউটেশন/খতিয়ান কাকে বলে- রেকড সংশোধনের জন্য বা নতুন ভাবে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ভূমি অফিস যে খতিয়ান সরবরাহ করে তাকে নামজারি বা মিউটেশন খতিয়ান বলে।
***রেজিষ্ট্রেীকৃত দলিল কি- রেজিষ্ট্রেীকৃত দলিল হচ্ছে ঐ সকল দলিল যা আমরা নিদৃষ্ট একটি করের মাধ্যমে নিদৃষ্ট ফরমেটের মাধ্যমে সংশ্লিষ্ট ভূমি অফিসে সাব-রিজিষ্ট্রার কর্তিক রেজিষ্ট্রেীকরি তাই হচ্ছে রেজিষ্ট্রেীকৃত দলিল।

দলিলের প্রকার গুলো কি কি

  • ক) বিক্রয় কবলা বা সাফ-কবলা।
  • খ) দানপত্র বা এক-কালিন দান।
  • গ) হেবার ঘোষনা।
  • ঘ) এওয়াজ নামা।
  • ঙ) হেবাবিল এওয়াজ।
  • চ) বাইনা পত্র।
  • ছ) চুক্তিপত্র।
  • জ) পাওয়ার অফ এ্যাটনি।
  • ঝ) বন্টন নামা।
  • ঞ) ওসিয়ত নামা।
  • ট) না-দাবির ঘোষনা। ইত্যাদি ধরনের দলিল হয়ে থাকে।
এখন আশাযাক মুল কথাই আমরা যা থামরাইলে বা টাইটেলে বলে ছিলামঃ

জমি খারিজ করতে কি কি প্রয়োজন

  • সংশ্লিষ্ট ভূমি উন্নয়ন কর (হাল সনের)। অথ্যাৎ যে জমিটি বা ভূমিটি খারিজ করবেন তার।
  • সংশ্লিষ্ট সর্বশেষ রেকডিও খতিয়ানের ফটোকপি।
  • সংশ্লিষ্ট জমির বা ভূমির রেজিষ্ট্রিকৃত সকল দলিল।
  • ওয়ারিশান সম্পত্তি হলে ওয়ারিশান সনদ পত্র।
  • আদিবাসি বা নাবালক এর সম্পদ হলে, জেলা-প্রশাসকের অনুমতি পত্র।
  • জমিতে মামলা থাকলে সংশ্লিষ্ট মামলার রাই এর কপি।
  • জাতিয় পরিচয় পত্রের ফটোকপি।
  • প্রয়োজনিও অর্থ।
উপরুক্ত কাগজ পত্র থাকলেই আপনি আপনার প্রয়োজনিও এবং গুরুত্ব পূর্ন নামজারি/খারিজ/মিউটেশন এর জন্য আবেদন করতে পারবেন। বলা বাহুল্য যে, নামজারি/খারিজ/মিউটেশন এর জন্য সরকারি খরচঃ

নামজারি/খারিজ/মিউটেশন এর খরচ

  • আবেদন ফি- ৭০/=
  • রেকড সংশধন ও খতিয়ান সরবরাহ ফি-১১৫০/=
  • মেট সরকারি খরচ- ১২২০/= মাত্র।
কিন্তু বাস্তব চিত্র অনেক আলাদা। এলাকা ভেদে একেক জাইগাই একেক রকমের খরচ হয়।

উপসংহার

আপনার প্রিয় বা কষ্টের অর্জিত সম্পদ টুকু সকল সময় বুঝে, দেখে এবং দেখিয়ে সকল তথ্যাদি বা দলিলাদি নিজে সংগ্রহ করুন এবং তার ভূমি উন্নয়ন কর আপটুডেট রাখুন। নিজ সম্পত্তি নিজে রক্ষা না করতে পারলে আপনার বিপদ আপনার পাশেই। সুতরাং নিজের সম্পত্তি নিজেই সংরক্ষণ করুন।

লেখক এর কথা

আপনি যেভাবেই একটি ভূমির মালিক হন না কেন, তা যত দ্রুত সম্ভব নামজারি এর কাজ সম্পন্ন করে নিন। নামজারি এর কাজ যত লেন্ধি করবেন আপনার বিপদ ততই ঘনিয়ে আসার সম্ভাবনা বেশি থাকে। পরিশেষে বলতে চাই আমাদের এই আর্টিকেলটি যদি আপনার কিঞ্চিৎ পরিমাণ উপকারে এসে থাকে তাহলে আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।

পারসোনাল যোগাযোগ করতে হোয়াটসএ্যাপ করুনঃ 01744726531 এই নম্বরে অথবা
ই-মেল করুন- hasanmehedibd97@gmail.com
আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে জানাই আমাদের পক্ষ হতে আন্তরিক 
ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url