কবুলিয়ত বা পাট্টা দলিল কি এবং এর ইতিহাস?
আসসালামু আলাইকুম! সুপ্রিয় পাঠক বিন্দু আপনাকে জানাই আমাদের ওয়েবসাইট বেস্টওয়াল্ডে স্বাগতম। আমরা লক্ষ্য করছি আপনি এই মুহূর্তে কবুলিয়ত বা পাট্টা দলিল কি এবং এর ইতিহাস এই সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে উক্ত বিষয়টি পরিষ্কারভাবে লিপিবদ্ধ করেছি। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়লে উক্ত বিষয়ে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।
পাট্টা দলিল বা কবুলিয়ত দলিল বর্তমান সময়ে সাধারণত সরকার কর্তৃক ভূমিহীন ব্যক্তিদের কে দেওয়া হয়ে থাকে। তবে এই দলিলটির একটি চমৎকার ইতিহাস রয়েছে যা আপনার জানা প্রয়োজন বলে আমি মনে করছি। আমাদের আর্টিকেলটি পড়তে থাকুন ইনশাল্লাহ উক্ত বিষয়ে ধারণা পেয়ে যাবেন।
ভূমিকা
কবুলিয়ত ও পাট্টা শব্দ দুটির চমৎকার বাংলা দুটি প্রতিশব্দ রয়েছে যাহা যথাক্রমে অঙ্গীকারনামা ও স্বীকৃতিপত্র। সাধারণত কৃষকগণ ভূমি অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারের নিকট যে অঙ্গীকারনামা প্রদান করত তাহাই মূলত কবুলিয়ত দলিল। পক্ষান্তরে সরকার মহোদয় কৃষকদের অধিকার ও দায়িত্ব স্বীকার করে যে দালিলিক কাগজপত্র অর্থাৎ স্বীকৃতিপত্র প্রদান করত তাহাই মূলত পাট্টা হিসাবে পরিচিত।
কবুলিয়ত ও পাট্টা দলিলের ইতিহাস
কবুলিয়ত ও পাট্টা দলিল প্রচলিত হয় মধ্যযুগে শের-শাহ্ এর শাসনামলে। মধ্যযুগীয় কোন শাসকই তার শাসন আমলে প্রজাদের জন্য এত কিছু ভাবেনি, যেটা ভেবেছিল সে সময়ের শাসনকর্তা শের-শাহ্। তার প্রজাদের নিরাপত্তার কথা ভেবে এবং রাজস্ব আদায়ের কর্মকর্তাদের শিথিলতা আচরণের কোথাও তিনি উল্লেখ করেন। ১৫৪০ খ্রিস্টাব্দের হতে শের-শাহ্ এর শ্বাসন কাল শুরু হয়।
আরো পড়ুনঃ যে সকল কারণে জমি নিয়ে মামলা-মোকদ্দমা হয়
তিনার শাসন আমলেই বর্তমান বাংলাদেশের অঞ্চলগুলো ভূমি ব্যবস্থাপনা সংস্করণ ও যুগ উপযোগী করার প্রক্রিয়া শুরু হয়। সে সময় যে সকল ব্যক্তিবর্গ বন জঙ্গল, অনাবাদি জমি, পরিতক্ত ভূমি এ সকল ভূমিগুলো সংস্করণ করে আবাদ উপযোগী করে তোলে তাদেরকে সে সময়ের শাসনকর্তা সম্রাট শের-শাহ্ তার প্রজাদেরকে অঙ্গীকারনামা এবং স্বীকৃতি পত্র এর কাজ সম্পাদন করেন।
কবুলিয়াত বলতে কি বুঝায়
কবুলের বলতে সাধারণত বোঝানো হয়েছে, কৃষকগণ বা ভূমিহীন ব্যক্তিবর্গ সরকারের স্বার্থসংশ্লিষ্ট ভূমি সমূহ একটি নির্দিষ্ট রাজস্ব প্রদানের ভিত্তিতে রাজস্ব প্রদান করার অঙ্গীকার জানিয়ে এবং উক্ত ভুমিতে নিজেদের স্বার্থ এবং অধিকার দায়িত্ব বর্ণনা করে সরকারের নিকট যে অঙ্গীকার পত্র বা অঙ্গীকারনামা দাখিল করে তাকে বোঝানো হয়েছে।
পাট্টা বলতে কী বোঝায়
পাট্টা বলতে বুঝানো হয়েছে, সরকার কর্তৃক কৃষকগণকে এবং ভূমিহীন ব্যক্তিবর্গকে তাদের অধিকার কৃত বা স্বার্থসংশ্লিষ্ট ভূমি সমূহ নির্দিষ্ট রাজস্ব আদায়ের মাধ্যমে নির্দিষ্ট পূজার নাম উল্লেখ করে এবং ভূমির পরিমান ও শ্রেণী উল্লেখ করে যে কাগজ সরবরাহ করা হয় মূলত পাট্টা হিসাবে বিবেচিত হয়।
কবুলিয়ত দলিল সম্পর্কে সরকারি নির্দেশনা
উপসংহার
এই দলিল সরকার কর্তৃক ভূমিহীন জনগণকে প্রদান করা হয়। তবে কিছু শর্তসাপেক্ষে ভূমিহীন ব্যক্তিদেরকে সরকার কর্তৃক এসি ল্যান্ড, ডিসি মহোদয়, ইউ এন ও সমন্বয় করে তো ব্যক্তিদেরকে ভূমি প্রদান করা হয়।
পরিশেষে বলতে চাই আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি সহ আপনার পরিচিত জনদেরকে আমাদের এই ওয়েবসাইট বেস্টওয়াল্ড ফলো করুন যাতে করে আমাদের পরবর্তী আর্টিকেলগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনারা তা স্বাচ্ছন্দ্যে পড়ে নিতে পারেন।
শেষ পর্যন্ত বেস্টওয়াল্ডের সাথে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url