গোসল ফরজ হওয়ার কারণ গুলো কি কি
আসলামুআলাইকুম, সু-প্রিয় পাঠক বৃন্দ! বেস্টওয়াল্ডের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা লক্ষ্য করছি আপনি এই মুহূর্তে গোসল ফরজ হওয়ার কারণ গুলো কি কি এই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আশা করা যাচ্ছে উক্ত বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন।
গোসল হচ্ছে মানুষের পবিত্রতা অর্জন করার একটি অন্যতম মাধ্যম। এছাড়াও গোসল করলে শরীর ও মন উভয় ভালো থাকে এবং বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পরিত্রাণ পাওয়া যায়। এছাড়া গোসলের বিভিন্ন ধরনের ভিন্নতা রয়েছে। যেমন সাধারণ গোসল, ফরজ গোসল, ওয়াজিব গোস, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল।
ভূমিকা
গোসল একটি নিয়মিত পরিছন্নতা হওয়ার মাধ্যম, গোসল করার মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করে। আর এই পরিষ্কার-পরিচ্ছন্নতা হতে কিছু নিয়ম-কানুন মেনা উচিৎ। ইসলামিক দৃষ্টিকোণ হতে শুধু পবিত্রতা অর্জন করতে হলে শরীরে পানি ঢেলে নিলাম আর গোসল হয়ে গেল বিষয়টি এমন নয়, বরং এর জন্য সুস্পষ্ট বিধান রয়েছে।
গোসল কি
গোসল একটি আরবি শব্দ, গোসল বলতে আমরা যা বুঝি তা হচ্ছে সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা। ইসলামিক পরিভাষায় গোসলের একটি সুস্পষ্ট বিধান রয়েছে, যার মাধ্যমে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন করা যায়। পৃথিবীতে এটি একমাত্র মাধ্যম যার ফলে দেহ মন এবং পবিত্রতা অর্জন করা যায়, এছাড়াও ওযু এবং তায়ামুম এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয় কিন্তু তার পূর্ব হচ্ছে গোসল করা।
গোসলের প্রকারভেদ
গোসল সাধারণত চার প্রকার। ইসলামী শরীয়ত মোতাবেক গোসল চার ভাগে বিভক্ত করা হয়েছে এ পর্যায়ে আমরা আপনাকে চার প্রকার গোসল সম্পর্কে জানিয়ে দিচ্ছি।
- ফরজ গোসল
- ওয়াজিব গোসল
- সুন্নত গোসল
- মুস্তাহাব গোসল
গোসলের ফরজ কয়টি
গোসলের ফরজ তিনটি! চলুন এ পর্যায়ে আমরা গোসলের ফরজ সমূহ জেনে নেই।
- গড়গড়া সহকারে কুলি করা।
- নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো।
- সমস্ত শরীর ধৌত করা।
গোসল ফরজ হওয়ার কারণ সমূহ
ইসলামী শরীয়ত মোতাবেক বেশ কয়েকটি কার্য পরিচালিত হওয়ার কারণে একজন ব্যক্তির উপর গোসল ফরজ হয়। আমাদের অজ্ঞতা বসত অনেক ক্ষেত্রেই আমরা নাপাক অবস্থায় জীবন যাপন করে থাকি। অনেক মানুষ আছে যারা জানেই না গোসল ফরজ হওয়ার কারণসমূহ। অথবা এমন বিষয়ে রয়েছে গোসল ফরজ হওয়ার কারণ জানে কিন্তু কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেটা জানে না।
চলুন আজকের এই আলোচনা হতে অল্প কিছু হলেও ধারণা অর্জন করে নেই এবং তা ইসলামী শরীয়া মোতাবেক কোন কোন বিষয়গুলো ঘটলে একজন মানুষের জন্য গোসল করা ফরজ হয়ে যায় তা সংক্ষেপে জেনে নেই।
- স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়। (মুসলিম: ৩৪৯)
- স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। (মুসলিম: ৩৪৯)
- হায়েজ ও নেফাস বন্ধ হলে গোসল ফরজ হয়। (বুখারী: ৩২০, আধুনিক: ৩০৯, ইফা: ৩১৪)
- উত্তেজনাবশত বীর্যপাত হলে গোসল ফরজ হয়।
- অন্য ধর্ম হতে ইসলামের ছায়াতলে আসলে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর ওই ব্যক্তির গোসল করা ওয়াজিব।
- মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ব্যক্তিবর্গর গোসল করা ফরজ।
গোসলের ওয়াজিব সমূহ
- মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব।
সুন্নত গোসল সমূহ
- জুমার নামাজের পূর্বে গোসল করা সুন্নত।
- ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দুই ঈদের আগে গোসল করা সুন্নত।
- ইহরাম বাধার পূর্বে গোসল করা সুন্নত।
- আরাফার ময়দানে অবস্থান করার সময় গোসল করা সুন্নত।
মুস্তাহাব গোসল সমূহ
উপরোক্ত গোসল গুলো ব্যতীত সকল গোসল করায় মুস্তাহাব। তার মধ্যে হতে কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখি যেগুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছি।
- সফল হতে বাড়িতে ফেরার পর গোসল করা মুস্তাহাব।
- বেহুশ হওয়ার পর হুঁশ ফিরে আসলে গোসল করা।
- কোন গুনাহর জন্য তওবা প্রার্থনা করার পূর্বে সম্পূর্ণরূপে পবিত্রতা অর্জন করা।
- প্রতিদিনের যে গোসল অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল করা।
- মদিনাতুল মনোয়ার জিয়ারতের পূর্বে গোসল করা মুস্তাহাব। প্রভৃতি...
উপসংহার
গোসল একটি নিয়মিত প্রসেস যা আমরা প্রতিনিয়ত করে থাকি। হোক সেটি পবিত্রতা অর্জনের জন্য কিংবা পরিষ্কার হওয়ার জন্য। তবে আপনি যে কারণেই গোসল করে থাকুন না কেন আপনাকে মনে রাখতে হবে কিছু বিশেষ বিশেষ কর্ম পরিচালিত হওয়ার পরে আপনাকে কোন ক্যাটাগরির গোসল করতে হবে। উপরের পার্টগুলোতে আমরা উক্ত বিষয়ে আলোচনা করে এসেছি আশা করছি উক্ত বিষয়ে আপনি একটি স্পষ্ট ধারণা পেয়েছেন।
লেখক এর কথা
জেনে বুঝে বিশেষ করে ফরজ গোসলের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনি যদি ফরজ গোসল সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনি কিন্তু নাপাক অবস্থায় থেকে যাচ্ছেন। আল্লাহ না করুক নাপাক অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে বিষয়টি অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক। তাই গোসল এর প্রকার গুলো সঠিকভাবে রপ্ত করুন এবং সঠিক পন্থায় পবিত্রতা অবলম্বন করুন।
পরিশেষে বলতে চাই আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিসহ আপনার পরিচিত জনদেরকে আমাদের ওয়েবসাইট বেস্টওয়াল্ড কে ফলো করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট এবং নতুন আর্টিকেল এর সন্ধান পেয়ে যান।
শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বেস্টওয়াল্ড এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url