একটি নতুন রেকর্ডে কি কি ধাপ অনুসরণ করা হয়
আসসালামু আলাইকুম! সুপ্রিয় পাঠক বৃন্দ। আমাদের ওয়েবসাইট বেস্টওয়াল্ড এ আপনাকে স্বাগতম। আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে আপনি একটি নতুন রেকর্ডে কি কি ধাপ অনুসরণ করা হয় বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এই আর্টিকেলের মাধ্যমে উক্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে করবেন।
নতুন রেকর্ড হচ্ছে কিছু সময় পরপর ভূমি মালিকদের অর্থাৎ নতুন ভূমি মালিকদের নামে একটি রেকর্ডিং ও খতিয়ান প্রস্তুত করার জন্য যে রেকর্ড পরিচালনা করা হয় তাহাকে আমরা নতুন রেকর্ড হিসাবে পরিগণিত করছি। ইতিপূর্বে আমাদের দেশে তিনটি রেকর্ড পরিচালিত হয়েছে। আপনারা সকলেই তার জানেন। বর্তমানে একটি চলমান রয়েছে।
ভূমিকা
রেকর্ড এমন একটি বিষয় যা প্রতিটি মানুষেরই জানা জরুরী। আমাদের প্রতিটি মানুষেরই কম বেশি জায়গা জমে রয়েছে। খোদ আপনার কথাই বলি অবশ্যই আপনার কিছু না কিছু জায়গা জমি রয়েছে হতে পারে সেটি আপনার পিতার কিংবা মাতার কিংবা আত্মীয়-স্বজনের যার ওয়ারিশ আপনি। তারি ধারাবাহিকতায় আপনি ভূমি বিষয়ক তথ্য জানার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
নতুন রেকর্ড কি
নতুন রেকর্ড বলতে মূলত কোন রেকর্ড নেই! আমরা এখানে রূপক অর্থে নতুন রেকর্ড কথাটি উল্লেখ করেছি। মূলত আমাদের বাংলাদেশ এ যাবৎকালে তিনটি বড় রেকর্ড পরিচালিত হয়েছে এবং সর্বশেষ বর্তমানেও একটি রেকর্ড চলমান রয়েছে। আপনি আমি সহ অনেকেই বিষয়টি অবগত রয়েছে। রেকর্ড গুলো হচ্ছে- সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড এবং বর্তমান বি ডি এস রেকর্ড চলমান।
চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক- আজকের আলোচনা আমাদের হচ্ছে, কোন একটি বড় রেকর্ড অর্থাৎ উপরে উল্লেখিত রেকর্ড গুলোর মধ্যে রেকর্ড পরিচালিত হওয়ার সময় রেকর্ড টিম কি কি কাজের মাধ্যমে তাদের কাজগুলো পরিচালনা করে থাকে তার ধারণা নিব আজকের এই আর্টিকালের মাধ্যমে।
একটি নতুন রেকর্ডে কি কি ধাপ অনুসরণ করা হয়
বিজ্ঞপ্তি প্রচার-
ট্রাভার্স-
কিস্তোয়ার-
খানাপুরী-
বুঝরত-
খানাপুরী ও বুঝরত-
তসদিক ব এটাস্টেশন-
খসড়া প্রকাশনা (ডিপি) ও আপত্তি দায়ের-
আপত্তি শুনানী-
আপিল শুনানী-
চুড়ান্ত যাচাই-
চুড়ান্ত প্রকাশনা-
উপসংহার
একজন মানুষ প্রতিটি বিষয়ে পারদর্শিতা অর্জন করবে বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। তবে যদি আপনার অল্প পরিমাণে হলেও জায়গা জমি থেকে থাকে কিংবা যদি নাও থাকে তাও আপনাকে জায়গা জমি বিষয়ক মৌলিক কিছু জ্ঞান রাখা প্রয়োজন নিজের তাগিদে। একটি রেকর্ড পরিচালনার সম্পূর্ণ সময় ধরে উপরে আলোচিত বিষয়বস্তুগুলো পর্যায়ক্রমে একটি দীর্ঘ সময় ধরে পরিচালিত হয়।
লেখকের কথা
বর্তমান বাংলাদেশে বি ডি এস রেকর্ড চলমান, যেকোনো সময় আপনার দরজায় কড়া নাড়তে পারে বিএস রেকর্ডের টিম তাই যতটা সম্ভব নিজের আয়ত্তের জায়গা জমি গুলোর কাগজপত্র দলিল দস্তা বেজ এবং সর জমিনের আইন সীমানা নিজের আয়ত্তে রাখুন যাতে করে জরিপ পরিচালনা কারি টিম আপনার জমিতে কোন ধরনের ভুল-ভ্রান্তি করার সুযোগ না পাই।
ভূমি বিষয়ক যেকোনো তথ্য জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সমস্যার কথাগুলো আমাদেরকে জানালে এবং চাহিদা মাফিক ডকুমেন্টস শর করা হোক করলে আপনার সমস্যার উদঘাটন আমরা নিশ্চয়ই করে দেবো।
পরিশেষে বলতে চাই আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিসহ আপনার পরিচিত জনদেরকে আমাদের ওয়েবসাইট বেস্টওয়াল্ড কে ফলো করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট এবং নতুন আর্টিকেল এর সন্ধান পেয়ে যান।
শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বেস্টওয়াল্ড এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url