OrdinaryITPostAd

চৌহদ্দি কি এবং একটি দলিলে চৌহদ্দির গুরুত্ব

আসসালামু আলাইকুম! সুপ্রিয় পাঠক বৃন্দ আপনাকে জানাই আমাদের ওয়েবসাইট বেস্টওয়াল্ড এর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি নিশ্চয়ই চৌহদ্দি কি এবং একটি দলিলে চৌহদ্দির গুরুত্ব বিষয়টি জানার আগ্রহ প্রকাশ করছেন। আশা করছি শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়লে উক্ত বিষয়ে একটি সম্মুখ ধারনা অর্জন করবেন।
চৌহদ্দি কি এবং একটি দলিলে চৌহদ্দির গুরুত্ব
বর্তমানে দলিলগুলোতে ২০ থেকে ২৫ টি ট্রাফিক নিয়ে সাজানো হয়ে থাকে তারই মধ্যে গুরুত্বপূর্ণ একটি ট্রাফিক হচ্ছে দলিলের চৌহদ্দি। যেটার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট জমির অবস্থান বিবেচনা করা হয়।

ভূমিকা

আপনি একটি জমি ক্রয় করছেন কিংবা হস্তান্তর করছেন কিংবা যেকোনো উপায়েই হোক না কেন সেটির রেজিস্ট্রেশন করছেন। আপনার জেনে রাখা উচিত যে একটি দলিলের তফসিল যেমনটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি বর্তমান সময়ে জমির চৌহদ্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটার উপর সংশ্লিষ্ট ভূমি বিষয়ক কর্মকর্তাগণ গুরুত্বসহকারে দেখছেন।

চৌহদ্দি কি

চৌহদ্দি হচ্ছে একটি জমির অবস্থানের ওপর ভিত্তি করে উক্ত জমিটির চারিপাশে যে সকল মালিকবর্গ, স্থাপনা, প্লট, ইমারত, ইত্যাদি চিহ্নিতকরণ এবং ডিমারকেশনকরণ করা যায় তাহাই হচ্ছে উক্ত জমিটির চৌহদ্দি। আর চৌহদ্দি হচ্ছে একটি জমির অবস্থান নির্ণয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা হতে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার দলিলে চৌহদ্দি থাকা আবশ্যক।

একটি দলিলে চৌহদ্দির গুরুত্ব

একটি দলিলে ২০ থেকে ২৫ টি পয়েন্ট উল্লেখ থাকে তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্ব অত্যন্ত বেশি- যেমনটি ধরেন দাতা গ্রহিতা, জমির তফসিল, ২৫ বছরের ধারাবাহিক বিবরণ, দলিল সম্পাদনের তারিখ, দলিলের সাক্ষী এবং শনাক্তকারী, সহ দলিলের চৌহদ্দি এবং হাত নকশা এগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তবে দলিলে উল্লেখিত সব কয়টি পয়েন্টই গুরুত্বপূর্ণ।

চৌহদ্দির গুরুত্ব সম্পর্কে দুটি উদাহরণের মাধ্যমে ধারণা নেওয়া যাক

উদাহরণ-(০১) মনে করুন আপনি যেই সম্পত্তিটি পাচ্ছেন সেই সম্পত্তিটি একটি দাগে সীমাবদ্ধ। এবং উক্ত দাগে দুই বা ততোধিক মালিক রয়েছে। এখন আপনি যে অংশটুকু পাচ্ছেন সেটি দাগের কোন দিকে অবস্থান করবে তা কিভাবে বুঝবেন?
সমাধান: উক্ত জমি কি আপনি কোন দিকে পাবেন বা অবস্থান করবেন তা আপনার দলিলে উল্লেখিত চৌহদ্দির মাধ্যমে নির্ণয় করা হবে। বিষয়টি যদি এমন দাঁড়াই যে আপনার দলিলে কোন চৌহদ্দি উল্লেখ নেই সে ক্ষেত্রে বাকি মালিক বর্গ আপনাকে যেদিকে জমি বুঝিয়ে দেবে আপনাকে সেদিকেই জমি বুঝে নিতে হবে। তবে আপনার দলিলে চৌহদ্দির উল্লেখ থাকলে উক্ত চৌহদ্দি মোতাবেক সম্পত্তিটি পাবেন।
উদাহরণ-(০২) একটি জমির চৌহদ্দি উক্ত দাগে একাধিক ব্যক্তিবর্গ কে প্রদান করা হয়েছে সে ক্ষেত্রে উক্ত চৌহদ্দির সমাধান কি হবে।
সমাধান: কোন দুষ্ট লোক যদি একই জমির চৌহদ্দি একাধিক ব্যক্তিকে প্রদান করে তাহলে উক্ত চৌহদ্দির সমাধান আপনাকে আপস মীমাংসার মাধ্যমে করতে হবে। তবে বলা বাহুল্য যে দলিল এর ক্ষেত্রে যে দলিলটি সম্পাদন আগে হবে সেই দলিলটি গুরুত্ব সর্বাধিক। 
তাই আপনি যখন দলিল সম্পাদন করবেন তখন গুরুত্ব সহকারে একটি জমির চৌহদ্দি উল্লেখ করবেন। কোনক্রমে ভুল চৌহদ্দি দলিলে উল্লেখ করা সমুচিত হবে না।

চৌহদ্দি ছাড়া কি দলিল সম্পাদন হয় না

  • বর্তমান সময়ে সব রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন করার ক্ষেত্রে সব রেজিস্টার চৌহদ্দির উপর বেশ গুরুত্ব আরোপ করছেন। কোন দলিলে যদি চৌহদ্দি উল্লেখ না থাকে তাহলে উত্তর দলিলটি সম্পাদন করা হতো সব রেজিস্টার বিরত থাকছেন। এজন্যই আমরা বুঝতে পারছি যে, বর্তমান সময়ে ভূমি বিষয়ক সকল কর্মকর্তাগণ জমির চৌহদ্দি সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
  • বর্তমান সময়ে এমনও ঘটনা ঘটেছে, কোন দলিলে যদি জমির চৌহদ্দি উল্লেখ না করা হচ্ছে তাহলে উক্ত দলিলটি কোনক্রমে সম্পাদন করা হচ্ছে না। প্রয়োজনে ভুল চৌহদ্দি দিয়ে উল্লেখ করতে হচ্ছে। যদিও একটি দলিলে কোনক্রমেও ভুল চৌহদ্দি দিয়ে উল্লেখ করা উচিত নয়। 
  • তবে কিছু অসাধু ব্যক্তিবর্গ দলিলটি সম্পাদন করার জন্য ভুল চৌহদ্দি উল্লেখ করে দলিল কি সম্পাদন করে নিচ্ছেন। ফলে সমস্যা দূরীভূত হওয়ার বিপরীতে পুনরায় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তাই আমরা বলব জমির চৌহদ্দি উল্লেখ ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।

চৌহদ্দি লিখার নিওম বা নমুনা

একটি দলিল সম্পাদন করার সময় চৌহদ্দী উল্লেখ করতে যে সকল তথ্যগুলো প্রদান করা হয় তাহা হচ্ছে- উক্ত জমিটির চারিপাশে যে সকল প্রজা রয়েছে যেমন ধরেন উত্তরে কে আছে দক্ষিণ এ কে আছে পূর্বে কে আছে পশ্চিমে কে আছে উক্ত দিকগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ উল্লেখ করে যে তথ্য সরবরাহ করা হয় তাহাই হচ্ছে উক্ত জমিটির চৌহদ্দি লেখার নিয়ম।
চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাকঃ
  • উত্তর সাইডে রয়েছে- ৩০ ফিট চওড়া সরকারি রাস্তা। 
  • দক্ষিণে রয়েছে- একটি মসজিদ কমপ্লেক্স, আব্দুল মজিদ সাহেব এবং দুলাল গং।
  • পূর্বে রয়েছে- বুলবুলি আক্তার ও দ্বিতল বিশিষ্ট একটি পুরাতন বাড়ি।
  • পশ্চিমে রয়েছে- হায়দার গং এবং গরুর খামার লিপির।

উপসংহার

একটি দলিলে যতগুলো অসংগতি থাকে তার মধ্যে বড় অসঙ্গতি হচ্ছে ভুল করা। হোক সেটি জেনে বুঝে ভুল কিংবা ভুলে ভুল। তবে আপনাকে সজাগ থাকতে হবে যখন আপনি কোন দলিল সম্পাদন করবেন তখন দলিলের সবগুলো পয়েন্ট ভালোভাবে তদারকি করা যাতে করে কোন ধরনের করণিক ভুল কিংবা মারাত্মক ভুল হতে আপনি পরিত্রাণ পেতে পারেন।

লেখক এর কথা

একটি জমির অবস্থান নির্ণয় করার জন্য যেমন জমিটির তফসিল গুরুত্বপূর্ণ ঠিক তেমনি জমির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উক্ত জমিদের চৌহদ্দি। আর এই চৌহদ্দি দলিলে সম্পাদন করার সময় আপনাকে সঠিক তথ্য দিয়ে চৌহদ্দি সম্পাদন করতে হবে।

ভূমি বিষয়ক যেকোনো তথ্য জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সমস্যার কথাগুলো আমাদেরকে জানালে এবং চাহিদা মাফিক ডকুমেন্টস শো করলে আপনার সমস্যার উদঘাটন আমরা নিশ্চয়ই করে দেবো।

পরিশেষে বলতে চাই আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিসহ আপনার পরিচিত জনদেরকে আমাদের ওয়েবসাইট বেস্টওয়াল্ড কে ফলো করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট এবং নতুন আর্টিকেল এর সন্ধান পেয়ে যান।

শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বেস্টওয়াল্ড এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url