খতিয়ান কাকে বলে-
খতিয়ান কাকে বলেঃ- খতিয়ান হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যাহার মাধ্যমে ভূমি মালিকদের হতে একটি নির্দিষ্ট পরিমাণে ভূমি উন্নয়ন কর সরকার আদায় করে থাকে। এবং মৌজাভিত্তিক প্রতিটি ভূমি মালিককে একটি খতিয়ান এর মাধ্যমে পৃথকীকরণ করা হয় বা চিহ্নিতকরণ করা হয়। এই খতিয়ানে ভূমি মালিকের নাম-ঠিকানা, দাগ নম্বর, জমির শ্রেণী, হিস্যার পরিমান, দাগে হিস্যার পরিমান, জমির পরিমাণ, সকল কিছু উল্লেখিত থাকে।
অন্যভাবে বলা যায় খতিয়ানের অর্থ হইল 'হিসাব'। সাধারণভাবে স্বত্ত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জরীপ বিভাগ কর্তৃক প্রত্যেক মৌজার ভূমি মালিক বা মালিকগণের নাম, পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা, হিস্যা (অংশ) এবং তাদের স্বত্বাধীন দাগসমূহের নম্বরসহ ভূমির পরিমাণ, শ্রেণী, এদের জন্য দেয় খাজনা ইত্যাদি বিবরণ সহ ক্রমিক সংখ্যা অনুসারে যে স্বত্ব তালিকা বা স্বত্বের রেকর্ড প্রস্তুত করা হয় তাদের প্রত্যেকটিকে খতিয়ান বলা হয় এবং উক্ত রেকর্ডকে স্বত্ত্বের রেকর্ড বা রেকর্ড অব রাইটস (ROR) বলা হয়। এক বা একাধিক দাগের সম্পূর্ণ বা আংশিক পরিমাণ ভূমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে স্মরণীয় বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে তুমি স্ব প্রস্তুত করা হয় তাকে "খতিয়ান বলে ।
Bestwold নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url